দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

0
377

খবর ৭১ঃ দেশবাসীসহ দলের নেতা-কর্মীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়াও পৃথক বানীতে নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়গুলি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গত ১১ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। তাদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‌‘গত বুধবার আমাদের দলের দুই সিনিয়র আইনজীবী আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। তাদের মাধ্যমে নেত্রী সারাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।’

রিজভী আরও বলে, ‘দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সকল সাংবাদিককেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।’

নববর্ষে বিএনপির কর্মসূচি: বাংলা নববর্ষ উপলক্ষে আজ শনিবার বিকাল তিনটায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও জানান দলের সিনিয়র যুগ্মমহাসচিব।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here