রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

0
389

খবর ৭১ঃ রাজধানীর খিলগাঁওয়ের বউবাজার এলাকায় কিশোরদের দ্বন্ধের জেরে রাসেল রনি নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রাসেল খিলগাঁওয়ের পুরাতন জামে মসজিদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল একই এলাকার ছেলেদের সঙ্গে খিলগাঁও বউবাজার এলাকায় পুরাতন পুলিশ ফাঁড়ি মাঠে ক্রিকেট খেলছিল। খেলায় প্রতিপক্ষরা হেরে গেলে অপর পক্ষের সাথে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন রাসেলের পেটে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খিলগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আরো সঙ্কটজনক হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here