রাতে সুফিয়ায় ছাত্রী নির্যাতন, ছাত্রলীগ হল শাখার সভাপতি এষা বহিষ্কার

0
516

খবর ৭১ঃ দিনের আন্দোলনে নতুন কর্মসূচি ঘেষণার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ফিরে গেলেও রাতে ফের উত্তেজনা ছড়ায়। সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে হল শাখা ছাত্রলীগের সভানেত্রী কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে ওঠে হলের ছাত্রীরা। তারা মধ্যরাত পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে হলের ভেতর-বাহির। হলের শত শত ছাত্রী এ সময় মাঠে ছাত্রলীগ নেত্রীর বিচার দাবি করে মিছিল করে। জানা যায়, গতকাল রাত ১২টার দিকে হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এষা তিন শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে নির্যাতন করে। এসময় চিৎকার শুনে চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী মোর্শেদা খানম কথাকাটাকাটির পর্যায়ে জানালায় লাথি দিলে তার পা কেটে যায়। এ সময় চারপাশ থেকে অন্যান্য কক্ষের ছাত্রীরাও বাইরে এসে ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করে। ছাত্রী নির্যাতন করায় ইফফাত জাহান এষার বহিষ্কার দাবিতে স্লোগান দিতে থাকে ‘নির্যাতনকারীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মরতে নয়, পড়তে চাই’, ‘বোনের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই স্লোগানে পুরো হল প্রকম্পিত হতে থাকে।
ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকশ’ ছাত্রী হল ছাত্রলীগের সভাপতি এষাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুব্ধ ছাত্রীরা হলের ভেতরে ইফফাত জাহান এষার গলায় জুতার মালা পরিয়ে দেন। বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের হল শাখা সভাপতি এষা আগেও সাধারণ ছাত্রীদের নিজের কক্ষে ডেকে নিয়ে মারধর করত। তবে এত দিন ভয়ে কেউ মুখ খোলেনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here