মেয়াদ উত্তীর্ণ হলেও সীমানা নির্ধারনের অজুহাতে পাঁচবিবি পৌরসভার নির্বাচন এখনো হয়নি

0
768

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের যথাসময়ে নির্বাচন হলেও সীমানা নির্ধারনের জটিলতার অজুহাতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৪মাস পরেও পাঁচবিবি পৌরসভার নির্বাচন হয়নি এখনও। বিভিন্ন সূত্রে জানা যায়, জেলার বিদ্যামান এলাকা সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার বালিঘাটা ইউনিয়নের
গনেশপুর মৌজার (আংশিক), পাটাবুকা মৌজার (আংশিক), মহব্বতপুর মৌজার (আংশিক), খাসবাগুরী মৌজার (আংশিক) ও করট্রি মৌজার (আংশিক) অংশ বিশেষ নিয়ে পাঁচবিবি পৌরসভার বিদ্যমান এলাকা সম্প্রাসারণের প্রস্তাব করেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। উক্ত প্রস্তাব ২০১৫ সালের ৭এপ্রিল ঢাকার
স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা (স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯ এর ধারা ৩এর উপ-ধারা ৪
মোতাবেক ১৭ সেপ্টেম্বর (২০১৫ইং) পাঁচবিবি পৌরসভার বিদ্যামান এলাকা সম্প্রনসারণের লক্ষ্যে শহর এলাকা ঘোষনা সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করে। প্রাপ্ত
আপত্তি সমূহ শুনানী শেষে তা নিস্পত্তি করে জয়পুরহাট জেলা প্রশাসন (স্থানীয় সরকার বিভাগ) ৩০ নভেম্বর (২০১৫) আংশিক এলাকা সম্প্রসারণের জন্য সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।
পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা ২৬ জানুয়ারী (২০১৬) পূনঃরায় স্বয়ংসম্পর্ন প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। সেই মোতাবেক জেলা প্রশাসন ৫জুন (২০১৬) বালিঘাটা ইউনিয়নের ০৫ মৌজার আংশিক অংশ নিয়ে পৌরসভার সীমানা বৃদ্ধি সংক্রান্ত তথ্যাবলী, তফশীল, সীমানা বৃদ্ধির স্ক্রেচম্যাপ ও সিডিসহ প্রতিবেদন পাঠায়। ৭ সেপ্টেম্বর (২০১৬) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় পাঁচবিবি উপজেলার ০৫টি মৌজার আংশিক এলাকাকে পাঁচবিবি পৌরসভার অন্তর্ভূক্তির লক্ষ্যে শহর এলাকা ঘোষনা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বালিঘাটা ইউনিয়নের ৫টি মৌজার অংশবিশেষ নিয়ে পাঁচবিবি পৌরসভার বিদ্যামান এলাকা সম্প্রসারণের লক্ষ্যে শহর এলাকা ঘোষনা করবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে প্রজ্ঞাপনও জারী হয়েছে। বালিঘাটা ইউনিয়ন পরিষদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু পাঁচবিবি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও
নির্বাচন অনুষ্ঠিত হয়নি এখনও। এ বিষয়ে কোন মামলারও উদ্ভব হয়নি। উল্লেখ্য ২০১১ সালের ১২ জানুয়ারী পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here