খবর ৭১:পহেলা বৈশাখে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলী’। ইফতেখার চৌধুরীর ছবিটিতে তিনি সুপারহিরোইন। দর্শকদের পাশাপাশি ছবিটির জন্য অপেক্ষায় আছেন প্রেক্ষাগৃহ মালিকরা।
কিন্তু গত কয়েক দিন ধরে ছবিটি মুক্তি না দেওয়ার জন্য বিভিন্ন নম্বর থেকে ববিকে কল করা হচ্ছে। হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। বাধ্য হয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
ববি বলেন, ‘যখন একের পর এক প্রযোজক ছবি নির্মাণ বন্ধ করে দিচ্ছেন, তখন আমি নায়িকা হয়েও ছবি নির্মাণে নেমেছি। ঝুঁকি জেনেও পিছপা হইনি। কোথায় সবাই আমাকে সাধুবাদ দেবেন, আমার পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টো পথের কাঁটা হতে চাইছেন! শত্রুরা ভুল করছেন, আমি ভয় পাওয়ার মেয়ে নই। ছবিটি মুক্তি দেওয়ার পর প্রশাসনের সহায়তায় খুঁজে বের করব এই চক্রান্তের সঙ্গে কারা জড়িত। যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করব তাদের।