এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ছয় শতাংশ: বিশ্বব্যাংক

0
542

খবর ৭১:চলতি অর্থবছরের (২০১৭-১৮) জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৬৫ শতাংশ হয়েছে।

সোমবার সকালে শেরে বাংলা নগরে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট ২০১৮’ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সম্ভাব্য জিডিপির এমন পূর্বাভাস দেন।
এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। তবে এই ১০ মাসেই নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে প্রবৃদ্ধি। যেখানে গত বছর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here