চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন, শাটল বন্ধ

0
372

খবর ৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে  ক্লাস বর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা সংস্কার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তারা তাদের এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে ক্লাস বর্জনের পাশাপাশি বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল। শিক্ষার্থীরা ষোলশহর এলাকায় জড়ো হয়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছেন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, আন্দোলনরত প্রায় শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন। সকালের সব ট্রেন ছেড়ে গেলেও অবরোধের কারণে সকাল ১০টা ৪০ মিনিটের বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি ষোলশহর স্টেশনে অবস্থান করছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here