খবর ৭১: কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি। রবিবার অস্ট্রেলিয়ার বেলমন্ট শুটিং সেন্টারে বাকির স্কোর ছিলো ২৪৪.৭। স্বর্ণপদক জিতেছেন ডেইন স্যাম্পসন। তার স্কোর ২৪৫।
কোয়ালিফিকেশনে ৬১৬ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন আবদুল্লাহ হেল বাকি।
এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকি।