খবর৭১:এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের শরণখোলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দোগে গত ৭ এপ্রিল সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনের প্রশিক্ষন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র) প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলা উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকার্তা ডাঃ অসিম কুমার সমদ্দারের সভাপতিত্বে এবং পরিসংখ্যান বিদ বলরাম কিত্তনিয়ার পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কাজী মাহমুদা সুলতানা, ডাঃ দিবাকর বসাক সহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ।
খবর৭১/জি: