খবর ৭১ঃ খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণ চন্দ্র মণ্ডল (৬৮), আসাদুজ্জামান মোড়ল (২৮) ও শাকিবুল ইসলাম (৯)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, দুপুরে সাতক্ষীরা থেকে আসা একটি বাস গুটুদিয়া-ডুমুরিয়ার মাঝখানে একটি পাম্পের ১০০ গজ দূর থেকে আসা মাহেদ্রকে ধাক্কা দেয়। পরে মাহেদ্র পাশের একটি ভ্যানের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী নারায়ণ ও ভ্যানচালক আসাদুজ্জামানের মৃত্যু হয় ও মাহেদ্রের তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু শাকিবুলের মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিল হোসেন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ৭১/ইঃ