কাশ্মীরের স্বাধীনতাকামীদের নির্বিচারে হত্যা-নিপীড়নের কড়া নিন্দা পাকিস্তানের

0
398

খবর ৭১ঃ গত রবিবার ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি দমন অভিযানে ১৮ জনের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছিল পাকিস্তান। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী কাশ্মীর দিবস পালন করল ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর তরফে জারি করা আলাদা আলাদা বিবৃতিতে ‘ভারত অধিকৃত কাশ্মীরে নিরীহ মানুষদের হত্যার’ কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে।

গত ১ এপ্রিল কাশ্মীরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তেরো জন জঙ্গির মৃত্যু হয়। বাহিনীর সঙ্গে স্থানীয় অধিবাসীদের সংঘর্ষে মৃত্যু হয় দুই স্থানীয় বাসিন্দার। মারা যান সেনার তিন জওয়ানও। ঘটনার দিনেই ভারতীয় বাহিনী আর সরকারের কড়া সমালোচনা করেছিল পাক সরকার।

গত সোমবার ইসলামাবাদের তরফে জানানো হয়, আজকের দিনটি, অর্থাৎ ৬ এপ্রিল ‘কাশ্মীর সলিডারিটি ডে’ হিসেবে পালন করবে তারা। সাধারণ কাশ্মীরিদের পাশে দাঁড়াতেই পাক সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। সোমবার পাক অধিকৃত কাশ্মীরের কিছু এলাকা ঘুরে দেখেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসি। সেখানে তিনি আরও জানান, কাশ্মীরের আসল পরিস্থিতি গোটা বিশ্বের দরবারে হাজির করতে নানা দেশে প্রতিনিধি দল পাঠানোর কথাও ভাবছে তার সরকার।

শুক্রবারও একটি বিবৃতিতে ভারত সরকারের প্রবল নিন্দা করেছেন আব্বাসি। পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ ভাবে প্রায় কুড়ি জন কাশ্মীরির মৃত্যু ফের প্রমাণ করে দেয় ভারত সরকার সেখানকার সাধারণ মানুষের উপর কী ধরনের নিপীড়ন চালাচ্ছে। কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো ক্রমাগত উপেক্ষা করে আসছে ভারত সরকার। পাক সরকার ভারতের এই সরকার পরিচালিত সন্ত্রাসবাদের কড়া নিন্দা করে। পাকিস্তান তথা গোটা বিশ্বের মানুষের সহানুভূতি রইল কাশ্মীরিদের প্রতি।’

প্রায় একই সুরে ভারত সরকারকে বিঁধে পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফও বলেছেন, ‘ভারত বন্দুকের নলের সাহায্যে কাশ্মীর সমস্যার সমাধান করতে চায়। এই ধরনের হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরব হওয়া উচিত।’ কাশ্মীরের মানুষের ‘স্বাধীনতা সংগ্রামে’ পাকিস্তান সরকার তাদের পাশে আছে বলেও ফের এক বার মনে করিয়ে দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

কাশ্মীর দিবস উপলক্ষে পাকিস্তানের নানা প্রান্তে শুক্রবার ভারত-বিরোধী বিক্ষোভ আর প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। স্লোগান আর প্ল্যাকার্ডে কাশ্মীরে ভারতীয় সেনা বাহিনীর ভূমিকার নিন্দা করা হয় সেখানে।

এ দিকে, কাশ্মীরের ‘স্বাধীনতা সংগ্রাম’ নিয়ে তৈরি একটি পাকিস্তানি ছবির ট্রেলর আপাতত হইচই ফেলে দিয়েছে জম্মু-কাশ্মীরে। পাক ছবিটির নাম ‘আজাদি’। আগামী জুনে পাকিস্তান জুড়ে মুক্তি পাওয়ার কথা সেটির। পাকিস্তানে মাস দু’য়েক আগে ছবিটির ট্রেলর মুক্তি পেলেও কাশ্মীর উপত্যকার তরুণরা খুব সম্প্রতি সেটি অনলাইনে দেখা শুরু করেন। কাশ্মীর পুলিশের সাইবার শাখার অফিসারেরা জানাচ্ছেন, ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি কাশ্মীরি ট্রেলরটি অনলাইনে দেখে ফেলছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here