প্রশ্ন জালিয়াত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

0
400

খবর ৭১ঃ ইলেকট্রনিক্সের বিশেষ ডিভাইস ব্যবহার করে ব্যাংকসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র জালিয়াতি চক্রের দশজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে মিরপুর, নিউমার্কেট ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা- মো. মনিরুল ইসলাম, অসীম কুমার দাস, মোহাম্মদ সোহেল আকন্দ, মো. জহিরুল ইসলাম, শাদ্দাদুর রহমান, মো. নাজিমুল ইসলাম, মো. এনামুল হক, শেখ তারিকুজ্জামান, অর্ণব চক্রবর্তী, মো. আরিফুর রহমান। আজ শনিবার সকালে ডিএমপি মিড়িয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এসব কথা জানান। তিনি জানান, জনৈক পুলকেশ দাস এই চক্রের মূল হোতা। সে তার অন্যতম বিশ্বস্ত সহযোগী কার্জনের সহযোগিতায় এই বিশেষ ডিভাইসগুলো সংগ্রহ। অন্যরা পরীক্ষার্থী সংগ্রহ করে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here