খবর৭১: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলছে তীব্র বাণিজ্যযুদ্ধ। চীনা পণ্যে নতুন করে ট্যারিফ আরোপের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ট্যারিফ শুধু চীনের বিরুদ্ধেই নয়, বাংলাদেশসহ এশিয়ার ছোট দেশগুলোতেও পড়বে এর নেতিবাচক প্রভাব।
যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক ও জুতা রপ্তানি করে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো। আর যুক্তরাষ্ট্রে এসব পণ্যের কর দিতে হয় অনেক বেশি।
পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অন্য ছোট দেশগুলোর পোশাক ও জুতার বিপুল বাণিজ্য থাকায় এসব দেশকে বিপুল আমদানি শুল্ক দিতে হবে। যুক্তরাষ্ট্র বর্তমানে তার প্রয়োজনীয় পোশাকের ৯৭ শতাংশই এই দেশগুলো থেকে আমদানি করে। মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণা করা হয়েছে।
সাধারণত যেসব পণ্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে আমদানি করে, সেসব পণ্যের ওপর কম শুল্ক ধার্য করে মার্কিন প্রশাসন। তবে পিউর জরিপে বলা হয়েছে, পোশাক এর ব্যতিক্রম। ব্যক্তিগত গাড়ি ছাড়া যেকোনো আমদানি পণ্যের মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি শুল্ক পায় সুয়েটার থেকে।
খবর৭১/এস: