খবর৭১: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বরিশালে সমাবেশ করবে বিএনপি। শনিবার (৭ এপ্রিল) বিকেলে নগরের বান্দরোডের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি ও বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যেই তারা নগরীতে পৃথক ও যৌথ ভাবে লিফলেট বিতরণ করেছে। এছাড়া বিভাগজুড়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। স্থানীয় নেতা-কর্মী-সমর্থক ও সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সমাবেশে যোগ দিতে এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের অনেকে বরিশালে পৌছেছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খবর৭১/এস: