ঢাকা বিশ্ববিদ্যালয়ের EMBA (FBS)-তে ভর্তি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা

1
1474
খবর ৭১: আনজাম আনসার বাজু:
EMBA -তে বছরে পরীক্ষা হয় ৩ বার। Spring, Summer & Fall-এই তিনটি সেশন-এ। সাধারণত বছরের জানুয়ারী, এপ্রিল এবং জুলাই এই প্রতিটি সেশন-এ প্রায় ৬৪০ জন করে বছরে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির এই MBA Program -টিতে ভর্তি হতে পারে। ক্লাস হয় সন্ধ্যায়, তাই যে কোন চাকরির পাশা-পাশিও এ ডিগ্রীটি অর্জন করা সম্ভব। সান্ধ্যকালীন ক্লাস হয় বলে এই MBA Program -টির নাম EMBA Program । অনেকে হয়তোবা ভাবতে পারে যে সমস্ত চাকুরীতে MBA Degree চাওয়া হয় ঐ সমস্ত জায়গাতে EMBA Degree দিয়ে হবে কি না ? এর উত্তর হচ্ছে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই হবে। কারন- MBA -তে যত কোর্স Credit hour EMBA -তে ঠিক তত কোর্স Credit hour । অতএব EMBA এবং MBA ডিগ্রী-টি মূলত একই বিষয়।
এসএসসি এবং এইচএসসি পাস করার পর যে কোন সরকারি, বে-সরকারি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে অনার্স এমনকি শুধুমাত্র ডিগ্রী পাস করেও (তৃতীয় বিভাগ ও কোন সমস্যা নয়) একজন ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পেতে পারে।
EMBA-তে admission-এর জন্য প্রয়োজনীয় qualification হিসেবে আপনার মোট ৬ point লাগবে তাই যেকোন ভাবে আপনার মোট point যদি ৬ হয় তাহলে আপনি DU -তে EMBA করতে পারবেন।
Point-এর হিসাব নিকাশ:
যেকোন পরীক্ষায় প্রথম বিভাগ বা তার সমমান-এর জন্য পয়েন্ট হয় ৩ ।
যেকোন পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা তার সমমান-এর জন্য পয়েন্ট হয় ২ ।
যেকোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তার সমমান-এর জন্য পয়েন্ট হয় ১ ।
[GPA 4 = 3, GPA 3 = 2, GPA 2 = 1 Point]
যে সমস্ত Subject -এ EMBA -তে Major করা যায়:
মোট ৮-টি Subject -এ আপনি Major করতে পারেন।
01. Finance
02. Accounting and Information System (AIS)
03. Banking and Insurance
04. Tourism and Hospitality Management
05. International Business
06. Marketing
07. Management Information Systems (MIS)
08. Management
EMBA -তে MCQ Part-এবং লিখিত পরীক্ষায় মোট MCQ 80 মার্কস এর মধ্যে ভালো মার্কস পেয়ে উর্ত্তীর্ণ হলেই কেবলমাত্র আপনি MBA করতে পারবেন। তাই “ভর্তি পরীক্ষার Result এর উপরই সবকিছু নির্ভর করবে।”-
কিছু Common প্রশ্নের উত্তর:
০১. ভাল subject এ subject করতে কত পাওয়া লাগতে পারে?
আসলে ভাল subject এর নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে আপনার পছন্দ
অনুযায়ী subject পেতে হলে subject একটু বেশি লাগতেই পারে।
০২. Subject-এর জন্য যে subject তাতে subject -দের কোন সমস্যা হয় কি না?
এতে আসলে subject – দের কোন সমস্যাই হয় না। কারণ সিট সংখ্যা অনেক
বেশি হওয়ার কারণে Fresher- দের Fresher হচ্ছে Fresherরা-ই।
০৩. পাশ করে বের হতে কয়দিন সময় লাগে?
এটি নির্ভর করবে প্রতি সেমিস্টারে আপনি কতটি কোর্স নিবেন তার উপর।
তবে গড় পড়তায় প্রতিটি student -এর সাধারণত ২বছরের মধ্যেই EMBA
শেষ হয়। তবে কেউ চাইলে এর চাইতে আরো অনেক বেশী সময় নিয়ে MBA
-টি শেষ করতে পারেন। কারন- কারো ইচ্ছে হলে কোন একজন ছাত্র প্রতি
সেমিষ্টারে দুইটি কোর্স আবার কারো ইচ্ছে হলে সেমিষ্টার প্রতি ৪টি কোর্স নিয়েও
পড়াশুনা করতে পারেন। তাই কত সময় লাগবে শেষ করতে তা মূলত নির্ভর
করবে আপনি প্রতি সেমিষ্টারে কতটি করে কোর্স নিয়ে পড়বেন তার ওপর।
০৪. এক সেমিস্টার-এ সর্বোচ্চ কয়টি course নেয়া যাবে।
      ৪টি course.
০৫. প্রতি Semester-এ ৬৪০+ এবং বছরে ৩টি Semester এ ভর্তি নেয়ার জন্য
EMBA-র value কমে যাবে কিনা?
Banking এবং Financial Sector ছাড়াও ক্রমবর্ধমান private sector -এ দিনে দিনে MBA degree বব ধারীদের demand ক্রমাগতভাবে বেড়েই চলছে। demand তো কখনো কমবেই না বরং EMBA’র MBA degree হাজার হাজার চাকুরী প্রার্থীদের জন্য এক golden opportunity বয়ে আনবে।
প্রাচ্যের Oxford নামে খ্যাত Dhaka university -তে যেকোন Background নিয়ে (অর্থাৎ যেকোন subject -এ অনার্স বা যে কোন বেসরকারী কিংবা সরকারী) পড়ার সুযোগ পাচ্ছেন, এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে?
এবং সর্বোপরি, যারা DU -তে অনার্স কিংবা BBA করতে পারেননি বলে সারা জীবনের যে আক্ষেপ ছিল, তা পূরনের অন্যতম উপায় হচ্ছে Business Faculty -র MBA -তে ভর্তি হয়ে যাওয়া।
০৬. কোন subject -এর Value বেশী?
আসলে MBA -তে কোন subject -এর Value অন্য subject -এর চেয়ে ভালো নাকি খারাপ এটা একেবারেই অর্থহীন চিন্তা।
সবগুলো Subject -ই ভালো। কারণ Dhaka university -তে EMBA -তে যতগুলো subject -এ Major করা যায় তার প্রত্যেকটিই হচ্ছে যুগোপযুগী। যেমন: আপনি যদি Hotel and Tourism -এ আপনার career গড়তে চান তাহলে Banking -এ Major না করে “Tourism and Hospitality Management”-এ Major করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে!!!
০৭. যাদের Commerce Background তাদেরকে ভর্তির ক্ষেত্রে কোন প্রাধান্য
দেয়া হয় কিনা?
একেবারেই না; কাউকেই প্রাধান্য দেয়া হয় না কিংবা কাউকেই খাটো করেও
দেখা হয় না। এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার মেধাকেই প্রাধান্য দেয়া হয়। আপনি
যদি ভর্তি পরীক্ষায় ভাল Marks পান আর Viva -তে সুন্দরভাবে উপস্থাপন
করতে পারে তবে DU’র EMBA degree আপনার-ই জন্য।
০৮. মোট কয়বার পরীক্ষা দেয়া যাবে?
সারা জীবন পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ, আপনি যে কোন বয়সে চাইলেই
MBA করতে পারেন।
লেখক:প্রধান নির্বাহী কর্মকর্তা Saifur’s Pvt.Ltd.
 বিভাগীয় প্রধান:
Center for Continuous Education & Skill Development, DIU (Dhaka International University)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here