এসকে এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার আমাদা আদর্শ কলেজে প্রস্তাবিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন” এর উদ্বোধন করা হয়েছে। একতলা এ ভবনটির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।
কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিত্বে শুক্রবার দুপুরে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভবনটির উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি শেখ মোঃ আমিনুর রহমান হিমু, লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক সুলতান মাহমুদ, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম প্রমুখ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবনে তিনটি কক্ষ রয়েছে। জানা যায়, শিক্ষানুরাগী ও শিল্পপতি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শেখ মোঃ আমিনুর রহমান হিমুর ব্যক্তিগত অর্থায়নে ভবনটি নির্মিত হয়েছে।