উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লাহুড়িয়ায় ব্যবসায়ী খান কামরুজ্জামানকে গুলি করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল রাতে কামরুজ্জামানের চাচা আক্কাছ খান বাদী হয়ে বিএনপি ও যুবদল নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। কামরুজ্জামান আওয়ামী লীগের সমর্থক গত বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নড়াইলের লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির পাশে রাস্তার ওপর থেকে তাঁকে গুলি করা হয়। একটি গুলি তাঁর পিঠের ডান পাশে বিদ্ধ হয়। তিনি বর্তমানে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্ত্রী সালমা বেগম সাংবাদিকদের বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন গুলিটি ফুসফুসের পাশে অবস্থান করছে। আপাতত এটি বের করা যাবে না। তবে তাঁর অন্য চিকিৎসা চলছে। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই কামরুজ্জামান গুলিবিদ্ধ হয়েছেন বলে তাঁর পরিবার ও পুলিশ মনে করছে। মামলায় আসামিরা হলেন লাহুড়িয়া গ্রামের বাসিন্দা লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদুল হাসান ওরফে মিল্টন জমাদ্দার,রাজাপুর গ্রামের বাসিন্দা জেলা বিএনপির নির্বাহী সদস্য হাবিবুর রহমান ওরফে মিন্টু, লাহুড়িয়া বণিক সমিতির সভাপতি ইদ্রিস জমাদ্দার, লাহুড়িয়ার কচুবাড়িয়া গ্রামের হারুন শেখ ও লিটন শেখ। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আসামিদের মধ্যে ইদ্রিস জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পালতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।