দেলদুয়ারে মেয়ের শ্লীলতাহানির বিচার চাওয়ায় বাবাকে পিটিয়ে আহত

0
307

দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে মেয়ের শ্লীলতাহানির বিচার চাওয়ায় বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের লালহারা গ্রামে। এ ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে শনিবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায় শুক্রবার সকালে ওই গ্রামের বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তার নিজ বাড়িতে ঘরের ভেতর গ্যাস স্টোভে রান্না করছিল। এ সময় প্রতিবেশী আজমত আলীর ছেলে রাজমিস্ত্রী আশরাফ (২৫) ঘরে ঢুকে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। বাড়ি এলে ঘটনাটি তার বাবাকে জানায়। পরে বাবা বখাটে রাজমিস্ত্রী আশরাফের বাড়ি গিয়ে অভিভাবকদের নিকট এর বিচার চেয়ে চলে আসে । এতে ক্ষিপ্ত হয়ে আশরাফ ও তার সঙ্গীরা লালাহারা বাজারে যাওয়ার পথে ওঁৎ পেতে থেকে তার ( মেয়ের বাবা) উপর হামলা চালায়। হামলায় তারা রড ও শরীরচর্চা কাজে ব্যবহৃত বিশেষ যন্ত্র ব্যবহার করে। বখাটেদের এলোপাথারি হামলায় মেয়ের বাবা জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তারা ওই স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি করেন। মামলার আসামিরা হল-লালহারা গ্রামের আজমত আলীর ছেলে আশরাফ আলী (২৫), আশরাফের ভাই আবু বকর (১৮), একই গ্রামের হজরত আলীর ছেলে আলামিন (২২) , ময়নাল হকের ছেলে রাব্বি (১৩), সাহেব আলীর ছেলে রবিন (১৫) ও আমীর আলীর ছেলে শরীফ (২৪)।
এব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, লালাহারা গ্রামে ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। মামলা নং-১৮।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here