মাগুরায় শিলা বৃষ্টি ঝড়ে নিহত ৩, আহত নারীসহ ৬

0
472

মাগুরা প্রতিনিধি: শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জেলা প্রশাসক আতিকুর রহমান জানান। মৃত আলী মোল্লা মাগুরা শহরতলীর মোল্লা পাড়ার বাসিন্দা। শুক্রবার ঝড়-বৃষ্টির সময় গাছের ডালচাপা পড়ে তিনি আহত হন। এছাড়া শুক্রবার শিলাবৃষ্টির কবলে পড়ে সদর উপজেলার দহরসিংড়া গ্রামের আকরাম হোসেন (৩৫) ও মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সেইসঙ্গে বাড়িঘর বিধস্ত ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক বলেন, আলী মোল্লা শনিবার সকালে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে ওলিম মিয়া নামে একজনের অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝড় ও শিলা বৃষ্টিতে সদরের জগলদল, বেরইপলিতা ও মঘি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ দুই লাখ টাকা, ৩০ মেট্রিক টন চাল ও ৬০ বান্ডল টিন বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক অতিকুর।
খবর৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here