দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

0
436

খবর৭১:ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এসব অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫২ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১৪ মিনিটে।

গতকাল সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

এরআগে শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী,যশোর এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছিল।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় শিলা বৃষ্টির আঘাত ও কালবৈশাখী ঝড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতও হন বেশ কয়েকজন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here