সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ইথেন আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল ট’র্ণামেন্ট ২০১৮ উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান জননেতা আব্দুল জলিল স্মরনে ইথেন আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার বিকেল ৩টায় নওগাঁ ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ট’র্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেক। জেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, ইথেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি এবং টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মো: ইকবাল শাহ্রিয়ার রাসেল, জেলা ফুটবল এ্যাসোসিয়েশানের সভাপতি মামুনুর রহমান মামুন, জাতীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান প্রমুখ। এসময় দেশের গান, নৃত্য পরিবেশন করে নওগাঁর শিশু শিল্পীরা। উদ্বোধনী খেলায় নওগাঁ(প্রবাহ সংসদ) ৪-০ গোলে যশোর(আলহাজ্ব নূর ইসলাম ফুটবল একাডেমী) কে হারিয়েছে। টূর্ণামেন্টে বিকেএসপিসহ ১১টি জেলার ১৩টি দল ১২টি ম্যাচে অংশ নিচ্ছে। টূর্ণাামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল।