ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, মরহুম আকরম আলী মাষ্টার ছিলেন একজন আলোকিত মানুষ। শিক্ষাসহ এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। দোয়ারায় বিএনপির অঙ্গনে আকরম আলী মাষ্টার একজন চেনা মুখ ছিলেন। তার মৃত্যুতে দোয়ারাবাসী একজন যোগ্য নেতাকে হারিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নরসিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আকরম আলী মাষ্টার স্মরনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংপুর বাজারে বিএনপি নেতা সাবেক মেম্বার সামছুল আলমের সভাপতিত্বে ও যুবদল নেতা হাফিজুল ইসলাম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলতাবুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুর রহমান শামছু, সাবেক সহ-সভাপতি সামছুর রহমান বাবুল, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হিফজুল বারী শিমুল। বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা বিএনপি নেতা আব্দুলাহ মিয়া, সাহাদত মেম্বার, শফিউল আলম শফিক, আব্দুর রউফ, আবুল হোসেন, মানিক মিয়া, আব্দুন নুর, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম, রফিকুর রহমান সাজু, জামিল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রউফ, যুবদল নেতা আমির উদ্দিন, কয়েছ আহমদ, আব্দুল কাদির, নুর মোহাম্মদ সুহেল, সাইদুর রহমান, রশিদ আহমদ, ছাত্রদল নেতা জামিল আহমদ, শরীফ আহমদ, কামাল উদ্দিন, মুহিবুর রহমান, রেজাউল আলম, রিপন আহমদ, জিয়াউর রহমান, তোফায়েল আহমদ, খয়ের উদ্দিন প্রমুখ। শোক সভা শেষে মরহুম আকরম আলী মাষ্টারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।##