সোনারগাঁওয়ে শিলা বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

0
422

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিলা বৃষ্টি ও ঝড় তুফানে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ের উপর দিয়ে ঝড় তুফান বয়ে যায়। এসময়ে শিলা বৃষ্টি পড়ে আম লিচুসহ মৌসুমি বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে করে কৃষকদের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশংকা করছেন। সোনারগাঁওয়ের বারদী, বৈদ্যেরবাজার, সনমান্দি, জামপুর, মোগরাপাড়া, পিরোজপুর নোয়াগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকের লাখ লাখ টাকার ফসলের ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের কৃষক আব্দুল খালেক ও মুজিবুর রহমান জানান, বছরের প্রথম থেকেই খরা শুরু হয়েছে। প্রত্যাশিত বৃষ্টির আশায় ছিলাম। বৃষ্টি এসেছিল। সঙ্গে নিয়ে আসে শিলা বৃষ্টি। এতে ভালোর চেয়ে মন্দটাই হয়েছে বেশি। শিলা বৃষ্টিতে উচ্ছে, পটলসহ বিভিন্ন সবজির কুড়ি নষ্ট হয়ে যায়।
সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের কৃষক আশেক আলী জানান, শিলা বৃষ্টির কারনের আম ও লিচুর মুকুল ঝড়ে গেছে। এতে করে প্রত্যাশিত ফলন আশা করা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here