বিপাকে ডিম উৎপাদনকারী ব্যবসায়ীরা

0
750

 

খবর ৭১:চরম বিপাকে পড়েছে ডিম উৎপাদনকারী মালিক ও ব্যবসায়ীরা। এমন ভুক্তভুগী রুপন শেখ,গনমান,নেছারাবাদের একজন অভিজ্ঞ ব্যবসায়ী। ডিম ও মুরগীর মাংসের দাম কম হওয়ায় উৎসাহ হারাচ্ছে মুরগী পালনে। তার খামারে প্রায় ১০০০ মুরগী রয়েছে। তার ভাষ্যমতে ১০০০ হাজার মুরগী পালনে মোট খরচ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। এমনি করে মোট যে খরচ হয় তা উসুল করা সম্ভব হয়না। যখন স্বপ্ন এসে বাসা বাধে তখন সস্তা নামে অাপদ সব স্বপ্নকে শেষ করে দেয়। ডিম দেয়া শুরু হলে দাম নিয়ে পড়ে নাকালে। একটা ডিমের দাম মাত্র ৪.৩০ পয়শা। ডিমের দামে অাসল টাকা তুলতেই হিমশিম খেতে হয়। তিনি অারও বলেন ব্রয়লার উৎপাদনেও লোকসান গুনতে হচ্ছে। কারন মাংসের দাম খুবই কম। এক কেজি মাংস মাত্র ৯৫ টাকা। অাক্ষেপ করে বলে প্রতি বস্তা ফিডে দাম বেড়েছে ৫০ টাকা। তার নিজের খামারেই একধাপ মুরগী পালনে লোকসান গুনতে হচ্ছে ৫০,০০০ টাকা। এমনি করে এদেশের প্রায় ২০ লক্ষ খামারী অাজ নিঃস্ব হতে চলেছে। তাই তাদের দাবি, যাতে সঠিক মূল্য পেতে পারে তার ব্যবস্থা গ্রহনকল্পে সরকার ও কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here