মাগুরা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ সেরিব্রাল পালসি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মাগুরার জীবিত দুই ভাষা সৈনিককে সংবর্ধিত করলো সেন্টার ফর ইলিজারভ সার্জারী ও পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস্ এন্ড প্রাইভেট হাসপাতাল। গতকাল দুপুরে সেন্টার ফর ইলিজারভ সার্জারী এর উদ্যোগে ও পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস্ এন্ড প্রইিভেট হাসপাতালের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাগুরার জীবিত দুই ভাষা সৈনিক বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক এবং আমিনুল ইসলাম চান্দু মিয়াকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পিয়ারলেস মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান রানা আমীর ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা.সুশান্ত কুমার বিশ্বাস,ডা. দেবাশিস বিশ্বাস,ডা. মোহাম্মদ আরিফুজ্জামান,ডা.খন্দকার ইমামুজ্জামান,ডা. মৃন্ময় বিশ্বাস মাগুরার প্রাইম ব্যাংক ব্যবস্থাপক মোস্তফা মাহমুুদ ও খন্দকার ফরহাদ। বক্তারা জানান, যাদের মাধ্যমে আমরা দেশ এবং মাতৃভাষা পেয়েছি তাদেরকে সম্মান দেয়ায় আমরা গর্বিত। দেশের অর্থে চিকিৎসক তৈরী হওয়া প্রতিটি ডাক্তারের উচিত ফ্রী সেবা দেয়া। পরে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত শতাধিক শিশুকে চিকিৎসা দেয়া হয়।
খবর ৭১/ইঃ