কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউএনও আমিন আল পারভেজ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুপ্রক সহ-সভাপতি আফতাব উদ্দিন, শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক প্রতিমা চৌধুরী, কৃষিবিদ শাহনাজ বেগম নাজু, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
পরে ৪টি বিভাগে উড়ন্ত পতাকা, শহীদ মিনার, সোনার বাংলাদেশ এবং দুর্নীতি বিরোধী ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকিয়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর ৭১/ইঃ