রাজধানী মিরপুর এলাকায় ডিবি বন্দুকযুদ্ধে ১ যুবক নিহত

0
485

খবর৭১: মিরপুর এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার দিনগত আড়াইটার দিকে ৬০ ফিট ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ।

পুলিশের ধারণা, নিহত হাসান ডিবির পরিদর্শক মো. জালালউদ্দিন হত্যায় সম্পৃক্ত ছিল।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে পীরেরবাগের ভাঙ্গা ব্রিজের সামনে শাপলা হাউজিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান নামের এক যুবক গুরুতর আহত হন। পরে ভোর ৪টার দিকে মিরপুর মডেল থানার উপরিদর্শক মঞ্জুর রাহী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ডিবি পুলিশের (পশ্চিম) পল্লবী জোনাল টিমের পরিদর্শক নিহত জালাল উদ্দিন হত্যার সঙ্গে এই যুবকের সম্পৃক্ততা ছিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here