খবর৭১:মা হওয়ার পর টেনিসে ফিরে নিজের নামের প্রতি সুবচার করতে পারছেন না সেরেনা উইলিয়ামস। সদ্যই শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলসে ঝড়ে পড়েন তৃতীয় রাউন্ডে। আর এবার হতাশাটা আরও বেশি। মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক এই শীর্ষ তারকা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে সেরেনা মুখোমুখি হয়েছিলেন অবাছাই জাপানের ২০ বছর বয়সী নওমি ওসাকার। ম্যাচের শুরু থেকেই সেরেনাকে চেপে ধরেন ওসাকা। ফলে প্রথম সেটেই ৬-৩ গেমে হেরে যান ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। দ্বিতীয় সেটেও নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন ওসাকা। সেরেনাকে ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টে বড়সড় অঘটনের জন্ম দেন জাপানি এই তারকা।
ম্যাচ শেষে শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন হওয়া ওসাকা বলেন, ‘কোর্টে আসার আগে আমি বেশ নার্ভাস ছিলাম। তবে এখন আমি অবাক। বিশ্বাসই হচ্ছে না, সেরেনাকে হারাতে পেরেছি।’
খবর৭১/জি: