সপরিবারে ঘৌটা ছাড়ছে বিদ্রোহীরা

0
346

খবর৭১:সিরিয়ার পূর্বা ঘৌটা থেকে সপরিবারে অন্যত্র চলে যাচ্ছে সেখানকার বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এখন পর্যন্ত ৮৮ বিদ্রোহী এবং চারশ ৫৯ জন বেসামরিক নাগরিক ঘৌটার হারাস্তা এলাকা ছেড়ে চলে গেছে।

জানা গেছে, হারাস্তা থেকে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিবে নেওয়া হবে আশরার আল-শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠীর দেড় হাজার যোদ্ধা ও ৬ হাজার বেসামরিক নাগরিককে।

এ সবকিছুই হচ্ছে উদ্বাসন চুক্তির আওতায়। ১৮ ফেব্রুয়ারি থেকে ঘৌটায় সরকারি বাহিনীর অভিযান শুরুর পর এটিই প্রথম চুক্তি। দু’পক্ষই তাতে সম্মত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলছে, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার পাঁচশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অবরুদ্ধ এলাকা ছেড়ে চলে গেছে অন্তত ৫০ হাজার মানুষ। তারা সবাই পায়ে হেঁটে ঘৌটা ছেড়েছে।

এছাড়া সেখানকার বেসামরিক নাগরিকরা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছে। খাবার এবং ওষুধের সঙ্কটের বাইরেও প্রাণহানির আশঙ্কা বয়ে বেড়াতে হচ্ছে তাদের।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here