খবর৭১: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার বিকালে এই রিট দায়ের করেন।
রিটে খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে আদালতের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্স, ডিআইজি প্রিজন ও জেল সুপারিনটেনডেন্ট।
এ প্রসঙ্গে খালেদা জিয়ার ওই আইনজীবী বলেন, জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাকে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অনেকবার চেষ্টা করেও ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর পাওয়া যায়নি। ওকালতনামায় সই নিয়ে খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করা হবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত কয়েক দিনে বেশ কয়েকটি মামলার ওকালতনামায় বেগম খালেদা জিয়ার সই নিতে গিয়ে কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেয়া যাচ্ছে না। কারা কর্তৃপক্ষ যাতে ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর গ্রহণে আইনজীবীদের অনুমতি দেয়- সেই নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট আবেদন করেছি।
আগামী সপ্তাহে রিট আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, খালেদা জিয়ার ওকালতনামা না পেয়ে গত ২০ মার্চ কারা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন।
খবর৭১/এস: