খবর ৭১:ভারতের নারী ফুটবল লিগে তামিলনাড়ুর হয়ে খেলার কথা ছিল সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকারের। কিন্তু দুই দফা আবেদন করেও ভারতের ভিসা পাননি জাতীয় এবং অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক।
বাংলাদেশে নারী ফুটবলারদের নিয়ে কোনো লিগ হয় না। ভারতে খেলার সুযোগ পেয়েও ভিসা জটিলতার কারণে যাওয়া হচ্ছে না সাবিনা-কৃষ্ণাদের।
ভিসার আবেদন করার পর সাবিনা-কৃষ্ণাদের জানানো হয় ১৪ মার্চ তাদের ভিসা দেয়া হবে। নির্ধারিত তারিখে যোগাযোগ করা হলেও জানানো একটু সমস্যা হচ্ছে তবে ২২ মার্চ পেয়ে যাবেন।
রোবার থেকে সাবিনাদের প্রথম ম্যাচ শুরু হবে। খেলার ঠিক আগ মুহূর্তে ভিসা না পাওয়া একপ্রকারে হতাশ হয়েই বৃহস্পতিবার পাসপোর্ট ফেরত নিয়ে এসেছেন তারা।
খবর ৭১/ ই: