নুসিং থোয়াই মারমা (বান্দরবান প্রতিনিধি):
বাংলাদেশের যুব গেমস ২০১৮ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ১২টি পদক জিতেছে বান্দরবানের খুদে খেলোয়াড়রা। কারাতে প্রতিযোগিতায় ১টি স্বর্ণ, ১টি রৌপ্য, ৫টি তাম্র এবং জুড়ো প্রতিযোগিতায় ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়েছে তারা। আজ সকালে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাত করে বিজয়ীরা। এ সময় জেলা প্রশাসক বলেন, পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা তাদের মেধা আর প্রবল চেষ্টা দিয়ে নিজেদেরকে বিশ্বদরবারে তুলে ধরছে। এই গৌরব শুধু বান্দরবানের নয়, সারা দেশবাসীর। তিনি খুদে খেলোয়াড়দের নিষ্ঠার সাথে ক্রীড়া চর্চা চালিয়ে যাবার আহবান জানান।