জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতিতে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

0
471

কুড়িগ্রাম প্রতিনিধি :
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি প্রদান করায় কুড়িগ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা তথ্য অফিসার শাহজাহান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: আলিয়া ফেরদৌস জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক মুক্তিযোদ্ধা মো: শাহাবুদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here