নওগাঁয় বিএনপির মিছিলে পুলিশের বাধা, পুলিশি বেষ্টনীর মধ্যে সমাবেশ

0
419

সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা বিএনপি গতকাল রোববার পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি। দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করতে বাধ্য হয়েছে তারা।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং পুলিশ রিমান্ডে ছাত্রদল নেতা জাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশের প্রায় ৫০ জন সদস্য বেষ্টনী রচনা করে মিছিলটিকে ঠেকিয়ে দেন। এ অবস্থায় জেলা বিএনপির নেতারা দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা বিএনপির সভাপতি নজমুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, সাবেক সাংসদ রায়হান আকতার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি নজমুল হক অভিযোগ করেন, মিছিল করতে দেয়নি পুলিশ। বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যেই কর্মসূচি শেষ করতে হচ্ছে। দেশের গণতন্ত্র আজকে এভাবেই বন্দি হয়ে পড়েছে। গণতন্ত্রের অস্বাভাবিক সরকার কায়েম রয়েছে দেশে। দাবি আদায়ে মিছিল-মিটিং করার অধিকার নেই জনগণের।
এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ড বলেন, অনুমতি ছাড়াই মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়েছে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। কোনোরকম বিশৃঙ্খলা এড়াতে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here