খবর ৭১ঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী, ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ মার্চ) দুপুরে কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের ১৯তম শিক্ষক পরিষদ’র যুগ্ম সম্পাদক ড. নাসিমা বেগম।
এছাড়া সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন ও কলেজ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, জীবনী, সংগ্রামের ইতিহাস ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন।
এছাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
খবর ৭১/ইঃ