ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রশসানের উদ্যেগে উপজেলা মিলনায়তনে শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতা, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উলাহ খানের সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব, আবরু মিয়া তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাধমিক শিক্ষকা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র দাস, ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধূরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান ও গীতা পাঠ করেন সেজুতি তরফদার হৃদি। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে বিকেলে কেক কেটে জাতিরজনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। উপজেলা আওয়ালীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজলের সভাপতিত্বে ও ছাতক অনার্স ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সদ্য ঘোষিত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষেনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, দিলোয়ার হোসেন, ধন মিয়া, আওয়ামীলীগ নেতা রেদওয়ানুল হক আরজু, শাহীন মিয়া তালুকদার, লোকমান আহমদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, ফজলে রাব্বী জনি, দেলোয়ার হোসেন, মামুন মিয়া, মঞ্জু মিয়া, মিসবাহ উদ্দিন মিসহাক, খোকন মিয়া, জুনেদ আহমদ, বিলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক অনার্স ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, আলী চৌধুরী, সানি প্রমুখ।
খবর৭১/এস: