সাজ্জাদ হোসেন সাখাওয়াত
একটি নারীর খোঁজ
করেছি রোজরোজ
ছিলাম তো কতদিন
একাকী তুমিহীন।
জানিনা পাবো কিনা
নাকি থাকতে হবে তুমিবিনা।
তুমিহীন মূল্যহীন
তুমি কি জানতে
এই ধরণির একাকী
কষ্ট তুমি কি মানতে।
সৃষ্টকর্তা বলেছে তাই
চিন্তার ব্যাপার নাই
তোমার জোড়া আছে
তোমারো কাছে
একটু করো খোঁজ
পেয়ে যাবে আজি কিংবা রোজ।
খুঁজতে খুঁজতে আমি ছন্নছাড়া
চলে যায় সময় কষ্ট করে তাড়া
পাবো কিনা এই জন্মে ওগো দেখা
নাকি থাকতে হবে বাকি জীবন একা।
হয় তো কেউ আছে চেয়ে আমারও পনে
কবে হবে দেখা বল তাহার সনে।