জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ কুখ্যাত চোর ওয়াহিদ মিয়া (৬০) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্ল্যার পুত্র। শনিবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লুৎফুর রহমান, এস আই অনুজ কুমার দাশ ও এস আই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গন্ধর্বপুর গ্রামে কুখ্যাত চোর ওয়াহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ২৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওয়াহিদ ঐ এলাকার কুখ্যাত চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
খবর৭১/এস: