সুন্দরগঞ্জে নির্বাচন পূর্ব- প্রস্তুতি সম্পন্ন

0
403

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচন পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র গুলো ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করণে ২৫ জন ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবে। এছাড়া ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানে ১ হাজার ৭’শ ৬০ জন পুলিশ ও ৮’শ ৭২ জন আনছার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। ১’শ ৯টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮৩, মাঝারি ও হালকা ঝুঁকিপূর্ণ ২৬টি নির্ধারণ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতহীন অবস্থায় নির্বাচন উপহার দিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় থাকবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here