শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি সমাজ তথা দেশ থেকে দূর করতে হবে। তাই মাদক নিয়ন্ত্রণ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আর মাদক নিয়ন্ত্রণে শরীয়তপুরে পুলিশের জিরো টলারেন্স থাকবে। রোববার (১১ মার্চ ২০১৮) বিকেলে শরীয়তপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে তিনি শরীয়তপুরে আইনশৃঙ্খলাকে আরও উন্নত ও জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দেয়ার আশা ব্যক্ত করেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার সহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খবর৭১/এস: