তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় বসতঘরে অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে লক্ষাধিক টাকার মালামাল। শনিবার রাতে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভবানিপুর গ্রামের নূর ইসলাম মোড়লের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিন মজুর নূর ইসলাম মোড়ল জানান, শনিবার রাতে মশার কয়েল থেকে হঠাৎ আগুন লেগে তার ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছ ও ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে স্ত্রী ও দু’সন্তান নিয়ে তিনি এখন পথে বসেছেন।
ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নূরইসলাম একজন দিন মজুর। মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনায় তার ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর ৭১/ ই: