তালা অফিস
শিক্ষা ব্যবস্থা জাতীয়কারণসহ ১১ দফা দাবীতে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১১ মার্চ) সকালে উপ-শহরে মিছিল শেষে তালা ডাকবাংলো চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুর সভাপতিতত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আকতারুজ্জামান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম, নিলুফার বাণু, সুব্রত কুমার দাশ, আরশাদ আলী, নাজমুল হক, মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারী মহাসমাবেশে সকলকে অংশগ্রহণের আহবান জানানো হয়।
খবর ৭১/ ই: