ঢাকা: আসন্ন সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচনে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল) এর সভাপতি প্রার্থী, সুপ্রীম কোর্ট বার আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট জয়নুল আবেদীন শুক্রবার (৯ মার্চ ২০১৮ ইং) মসজিদে জুমার নামাজ শেষে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এসময় তার সাথে বিভিন্ন আইনজীবী সহ শুভাকাংখীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনের জন্য বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি হিসেবে এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৬ মার্চ) রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স কক্ষে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবীদের এক বৈঠকে এ দুই পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। এয়াড়া প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সহ-সভাপতি আব্দুল জব্বার ভূইয়া, এমডি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম মুন্নী, সদস্য ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, জাহাঙ্গীর জমাদ্দার, এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, নাসরিন খন্দকার শিল্পী।
উল্লেখ্য, সভাপতি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও বিএনপির ভাইস- চেয়ারম্যান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
খবর ৭১/ ই: