গোপালগঞ্জ প্রতিনিধি : পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কোটালীপাড়া উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আ: জলিল হাওলাদার, কোটালীপাড়া শাখার সভাপতি মনি মোহন বাড়ৈ, জেলা কমিটির সদস্য তাসলিমা খানম, সালমা চৌধুরী, আলিম সিকদার বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আগামী ১ এপ্রিলের মধ্যে তাদের ৬ দফা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর ৭১/ ই: