ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঘোড়াঘাটে টিএন্ডটি বায়তুল হুদা মসজিদটিকে সরকারিভাবে মডেল মসজিদ কমপ্লেক্স হিসাবে নির্মাণের পূর্ব সিদ্ধান্তকে উপেক্ষা করে অন্যত্র নির্মাণের হটকারি সিদ্ধান্তের প্রতিবাদে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে হাকিমপুর-ঘোড়াঘাট সড়কে সোমবার বেলা ১১টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। টিএন্ডটি বায়তুল হুদা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক নুরুন্নবী সরকারের আহ্বানে কয়েক হাজার জনতা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, টিএন্ডটি মসজিদের সাধারন সম্পাদক নুরুন্নবী সরকার, সহঃ সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ঘোড়াঘাট আওয়ামী যুবলীগ নেতা লাবু মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন তিন সদস্যের একটি টিম।
খবর ৭১/ইঃ