খবর ৭১ঃ এ বছর অস্কারে সেরা ছবির পুরস্কার জিতল গিলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। এবার অস্কার দৌড়ে সর্বাধিক ১৩টি মনোনয়ন নিয়ে এগিয়ে ছিল ছবিটি।
‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সুবাদে সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন মেক্সিকোর নির্মাতা গিলারমো দেল তোরো।
সেরা ছবির বিভাগে আরও মনোনয়ন পেয়েছে- ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’, ‘ডানকার্ক’, ‘কল মি বাই ইউর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’ ও ‘দ্য পোস্ট’।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হয় ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
খবর ৭১/ইঃ