কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ ও আছিয়ার বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে রাশেদুল হক (২৭) ও মমিনুল ইসলাম (২৬) নামে দু’মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাজাসহ আটক করেছে ডিবি পুলিশ। পরে আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তররের সাব ইন্সেপেক্টর আবুল কালাম আজাদ উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ ও আছিয়ার বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এসময় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাচহাটি গ্রামের মৃত: মখর খাঁ’র পূত্র রাশেদুল হক ও একই উপজেলার ফতেখা গ্রামের জহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলামকে শরীরে বিশেষ কায়দায় গাজা পরিবহনের সময় দুই কেজি গাজাসহ তাদেরকে আটক করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/এস: