খবর ৭১ঃ ময়মনসিংহের মুক্তাগাছার টানমহিষতারা গ্রাম থেকে গতকাল দুপুরে হ্যাপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্বামীর পরিবারের দাবি আত্মহত্যা-বাবার পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। পুলিশ ও গৃহবধূর পরিবার জানায়, ফুলবাড়িয়া উপজেলার বৈদ্যবাড়ি গ্রামের হারুনর রশিদের কন্যা হ্যাপি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার টানমহিষতারা গ্রামের সেকান্দর আলীর পুত্র আসাদ মিয়ার কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে আড়াই বছরের একটি ছেলে শিশু রয়েছে। স্বামী আসাদ মিয়া ঢাকায় থেকে শ্রমিকের কাজ করেন। বিয়ের পর থেকেই হ্যাপিকে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে নানাভাবে নির্যাতন করতো বলে জানান হ্যাপির মামা ওসমান গনি। এ নিয়ে কয়েকবার দরবারও হয়। গতকাল সকালে হ্যাপি আক্তার ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারকে জানানো হয়। খবর পেয়ে দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
খবর ৭১/ইঃ