নিঝুম দ্বীপে লাইটহাউজ ও রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
344

খবর ৭১ঃ যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাতকারী খালেদা জিয়া এ যুগের ঘসেটি বেগম মন্তব্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নবাব সিরাজ-উদ-দৌলার সময়ে তখনকার খুনিদের সঙ্গে আঁতাত করে সিরাজ-উদ- দৌলাকে হত্যার চক্রান্ত করেছিল ঘসেটি বেগম। অন্যদিকে খালেদা জিয়া তার শাসন আমলে যুদ্ধাপরাধী খুনিদের সঙ্গে আঁতাত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করে। গতকাল বিকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন প্রকল্পের আওতায় ২.৪৭ একর জমির ওপর ৭.১৬ কোটি টাকা ব্যয়ে লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী শাজাহান খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে আয়নায় মুখ দেখতে বলার সমালোচনা করে বলেন, আমরা আয়না দেখে এসেছি। আমাদের নীতি ও দল একটাই। আপনারা আপনাদের মুখ আয়নায় ভালো করে দেখেন। আপনাদের দলে অনেক বহুরূপীর ভিড়। তারা বারবার দল পাল্টায়। তাদেরই উচিৎ (বিএনপি) তাদের নানা অপকর্ম আর মুখোশ উন্মোচনে আয়নায় দেখা। এ সময় মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, খালেদা জিয়া সবসময় দেশ ও জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন। তিনি তার জন্মদিন নিয়েও মিথ্যাচার করেছেন। একজন মানুষ কয়বার জন্মগ্রহণ করে। কিন্তু তিনি চার বার জন্মগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী প্রমুখ। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহিউদ্দিন মুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার রাহাত প্রমুখ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here