খালেদা জিয়ার বিরুদ্ধে বোমা হামলা মামলায় তদন্ত প্রতিবেদন পেছাল

0
404

খবর৭১: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মিছিলে বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ৪ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন।

আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য মুক্তিযোদ্ধা পরিষদ গুলশানে সমবেত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সাধারণ মানুষ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here